১. পিটার থিয়েলের 'জিরো টু ওয়ান' : ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেওয়ার
কারণে বেশ সমালোচনার সম্মুখীন হয়েছিলেন পিটার থিয়েল। কিন্তু ভেঞ্চার তৈরিতে
নতুন উপায় যোগ করতে তার এ বইটি অনেক কিছু শেখাবে আপনাকে।
২. জিওফ্রি এ. মুরের 'ক্রসিং দ্য চাজম' : বিজনেস-টু-বিজনেস কম্পানি সৃষ্টি করতে চান? কাজ শুরুর আগে এ বইটি পড়ুন।
৩. এরিক রিয়েসের 'দ্য লিন স্টার্টআপ' : ক্রেতাদের চাহিমা মেটাতে আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান? তাহলে এই বইটি সহায়ক হতে পারে। ক্রেতার দৃষ্টিভঙ্গীর ওপর ভিত্তি করে চটজলদি নতুন উপায় খুঁজে নিতে জ্ঞান দিয়েছে বইটি।
৪. জিফ কনস্টাবলের 'টকিং টু হিউম্যান্স' : কারো মনে সহানুভূতি সৃষ্টির জন্য কিভাবে কথা বলতে হবে তার শিক্ষা দেওয়া হয়েছে বইটিতে। বিজনেস-টু-কনজ্যুমার কম্পানির জন্য আরেকটি অনন্য বই।
৫. স্টিভ ক্রাগের 'রকেট সার্জারি মেড ইজি' : ক্রেতাদের মনোযোগ কাড়ে এমন গুরুত্বপূর্ণ কোনো পণ্য তৈরি করতে চাইলে বইটি পড়তে হবে। কাজটি সহজ করে দেওয়া হয়েছে বইটিতে।
৬. বেন হরোউইৎজের 'দ্য হার্ড থিং অ্যাবাউট হার্ড থিংকস' : দারুণ জনপ্রিয় হয়েছে বইটি। প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে অনেক অজানা বিষয়ের জানান দিয়েছেন লেখক।
৭. ক্যাল নিউপোর্টের 'সো গুড দে কান্ট ইগনোর' : যারা ক্যারিয়ার বিষয়ক সিদ্ধান্ত নিয়ে হিমশিম খাচ্ছেন তাদের জন্য বইটি বেশ কাজের।
Development and Freedom by Amartya Kumar Sen
২. জিওফ্রি এ. মুরের 'ক্রসিং দ্য চাজম' : বিজনেস-টু-বিজনেস কম্পানি সৃষ্টি করতে চান? কাজ শুরুর আগে এ বইটি পড়ুন।
৩. এরিক রিয়েসের 'দ্য লিন স্টার্টআপ' : ক্রেতাদের চাহিমা মেটাতে আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান? তাহলে এই বইটি সহায়ক হতে পারে। ক্রেতার দৃষ্টিভঙ্গীর ওপর ভিত্তি করে চটজলদি নতুন উপায় খুঁজে নিতে জ্ঞান দিয়েছে বইটি।
৪. জিফ কনস্টাবলের 'টকিং টু হিউম্যান্স' : কারো মনে সহানুভূতি সৃষ্টির জন্য কিভাবে কথা বলতে হবে তার শিক্ষা দেওয়া হয়েছে বইটিতে। বিজনেস-টু-কনজ্যুমার কম্পানির জন্য আরেকটি অনন্য বই।
৫. স্টিভ ক্রাগের 'রকেট সার্জারি মেড ইজি' : ক্রেতাদের মনোযোগ কাড়ে এমন গুরুত্বপূর্ণ কোনো পণ্য তৈরি করতে চাইলে বইটি পড়তে হবে। কাজটি সহজ করে দেওয়া হয়েছে বইটিতে।
৬. বেন হরোউইৎজের 'দ্য হার্ড থিং অ্যাবাউট হার্ড থিংকস' : দারুণ জনপ্রিয় হয়েছে বইটি। প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে অনেক অজানা বিষয়ের জানান দিয়েছেন লেখক।
৭. ক্যাল নিউপোর্টের 'সো গুড দে কান্ট ইগনোর' : যারা ক্যারিয়ার বিষয়ক সিদ্ধান্ত নিয়ে হিমশিম খাচ্ছেন তাদের জন্য বইটি বেশ কাজের।
Development and Freedom by Amartya Kumar Sen